বিরোধীরা আদালতের দ্বারস্থ হল পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চেয়ে
বেস্ট কলকাতা নিউজ : শুরু হয়ে গিয়েছে বঙ্গযুদ্ধ। বৃহস্পতিবার দিন ঘোষণা হয়েছে পঞ্চায়েত ভোটের । কিন্তু ভোটের জল গড়ালো আদালতে। কলকাতা হাইকোর্টে গেলেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চেয়ে আদালতে তিনি আবেদন জানালেন । তবে শুধু কংগ্রেস নয়, আদালতে এদিন হাজির ছিল বিজেপি ও সিপিএমও ।প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই বিষয়টি উল্লেখ করে কংগ্রেস। একই ইস্যুতে এর আগে একটি মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পঞ্চায়েত ভোটে যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় সেই বিষয়টি উল্লেখ ছিল মামলায়।