ভ্রমণ করবেন না ‘টিকিট ছাড়া’ বিশেষ সতর্কবার্তা এবার মেট্রো রেলেও !

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা মেট্রো মানেই একটি সহজ রাস্তা নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে। সম্প্রতি কলকাতা মেট্রো অনেকটাই বাড়িয়েছে তাদের পরিধি ।আগামী দিনে শীঘ্রই আরও বড় এলাকাজুড়ে শুরু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা । সেখানে দাঁড়িয়ে মেট্রো রেলের মধ্যে ডিজিটাল উইন্ডোতে দেখা গেল এক নতুন সতর্কবার্তাও। যদিও কিছুটা হলেও বিতর্ক শুরু হয়েছে এই সতর্কবার্তা নিয়ে।

কিন্তু কী লেখা সেই ডিজিটাল উইন্ডোতে? লেখা রয়েছে, ‘টিকিট ছাড়া ভ্রমণ করবেন না’। এমন লেখা দেখে অবাক অনেক মেট্রো যাত্রীই। তবে কি কখনও কেউ মেট্রোর ভিতরে প্রবেশ করেছিল এত নিরাপত্তার ঘেরাটোপ টপকেও ? সেই কারণেই কি মেট্রো রেলের তরফ থেকে দেওয়া হচ্ছে এমন সতর্কবার্তা। যদিও নিত্যযাত্রীরা মনে করেন, মেট্রো রেলের যেমন আঁটসাঁট নিরাপত্তা, সেখানে দাঁড়িয়ে মেট্রোর মধ্যে প্রবেশ করা কখনই সম্ভব নয় টিকিট না কেটে । ফলে এমন নির্দেশিকা কেন দেওয়া হল, তা নিয়ে ধন্দে যাত্রীরাও। শুধু এটাই নয়, এরই সঙ্গে মেট্রো রেলের মধ্যে থাকা উইন্ডোতে ধূমপান নিয়েও সতর্ক করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *