বিশেষজ্ঞ কমিটির হাতে এ রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ভবিষ্যত্‍, রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে পিছিয়ে গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা। আজ বুধবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হওয়ার কথা ছিল এক যৌথ সাংবাদিক বৈঠকে। কিন্তু সেই সাংবাদিক বৈঠক হঠাত্‍ই বাতিল করা হয়েছে। অর্থাত্‍, বুধবার ঘোষণা হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। শিক্ষা দফতর সুত্রে খবর, একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৭২ ঘণ্টার মধ্যেই। চলতি বছরে প্রায় ২১ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে। লক্ষ লক্ষ অভিভাবকও জড়িয়ে রয়েছেন তাদের সঙ্গেই।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কেন্দ্র পড়ুয়াদের স্বার্থে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এই করোনা পরিস্থিতিতে। রাজ্যের ক্ষেত্রে আলোচনা শুরু হয়েছে সাংবাদির বৈঠক বাতিল করে বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে পরিস্থিতি পর্যালোচনা করানোর সিদ্ধান্তে তার প্রভাব আছে কি না, তা নিয়ে। যদিও সরকারি সূত্রের দাবি, আদৌ তেমন কোনও কারণ নেই কমিটি গঠনের পিছনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার চাইছে, পরীক্ষার সূচি ঘোষণার আগে সমস্ত দিক খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। সে ক্ষেত্রে যদি কমিটি চলতি বছরে পরীক্ষা না নিতে বলে, মেনে নেওয়া হবে তা-ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *