বেঙ্গালুরুতে ২৬ বিরোধী দলের বৈঠকে সোনিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বাধিক গুরুত্ব বিজেপিকে হারাতে
বেস্ট কলকাতা নিউজ : মমতা সনিয়া সৌজন্য সাক্ষাত্ বেঙ্গালুুরু বৈঠকের আগেই। বিজেপি বিরোধী দলগুলির বৈঠকের আগে নৈশভোজে যোগ দিতে ব্যাঙ্গালুরুও যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আগমনের সূত্র ধরেই মমতার সঙ্গে ফের সাক্ষাত্ হয় সনিয়া গান্ধির। ২০২১ সালের জুলাই মাসের পর ২০২৩ সালের জুলাই মাসে ফের মুখোমুখি হন সনিয়া-মমতা।মমতা বন্দ্যোপাধ্যায় উষ্ণ অভ্যর্থনা জানান সনিয়া গান্ধি।এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিতরে নিয়ে যান কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও সঙ্গে ছিলেন ডি কে শিবকুমার।
২০২১-এর জুলাই মাসে শেষ বার দিল্লিতে এসে মমতা দশ জনপথে গিয়ে সনিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন। রাহুল গান্ধিও ছিলেন সেই বৈঠকে। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছিল, সব বিরোধীদের বৈঠকে যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।সেই সিদ্ধান্ত পালন করার ক্ষেত্রে কংগ্রেসের আগ্রহ দেখা যায়নি। এর পরে গোয়া বা মেঘালয়ের বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী দেওয়া নিয়ে দুই দলের মধ্যে দূরত্ব বাড়ে। তবে এই কর্ণাটক রাজ্যের ভোটেই, কার্যত কংগ্রেসকে সমর্থন জানানোর বক্তব্য উঠে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলায় কংগ্রেসের সঙ্গে দূরত্ব থাকলেও, জাতীয় স্তরে দুই রাজনৈতিক দল যে বিজেপি বিরোধিতায় সরব হবে তা বুঝিয়ে দিয়েছে উভয় পক্ষই।