বেলুড় মঠ খুলছে ২৩ ফেব্রুয়ারি থেকে , প্রবেশ করতে পারবেন সাধারণ ভক্ত ও দর্শনার্থীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বেলুড় মঠ আবার খুলতে চলেছে প্রায় দেড় মাস পরে। মঠ কর্তৃপক্ষ ১ জানুয়ারি বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় গত ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি পালনের পর ২৭ তারিখ থেকে ক্রমবর্ধমান কোভিডের প্রকোপ এবং বেলুড়মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য করে। পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ করে দেওয়া হয় কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় । প্রথমে ঠিক ছিল ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীকালে বন্ধ করে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য।

বেলুড় মঠের অছি পরিষদের বৈঠকে ঠিক হয় আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বেলুড় মঠ ভক্তদের জন্য খুলতে চলেছে সমস্ত রকম কোভিডবিধি মেনে । বেলুড়মঠের দরজা খোলা থাকবে সকাল ৭ টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সময়। ঠাকুর দর্শন মহারাজ প্রণাম ইত্যাদি করা গেলেও এই সময়ের মধ্যে আরতি দেখা যাবে না বা কোনও প্রসাদের ব্যবস্থা থাকছে না। শুধুমাত্র আগামী ৪ মার্চ ভক্তদের জন্য সময়সীমা বাড়ানো এবং প্রসাদ বিতরণ করা হবে শ্রীশ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে। ভক্ত এবং দর্শনার্থীদের চলতে হবে কোভিডবিধি মেনে মাস্ক পরে, এবং দূরত্ববিধি মেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *