বয়লারে বিস্ফোরণ ঘটল তামিলনাড়ুর তাপবিদ্যুৎ কেন্দ্রে, মৃত্যু হলো ৪ জনের
বেস্ট কলকাতা নিউজ : আজ সকালে বয়লারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে গেল তামিলনাড়ুর একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে৷ চারজনের মৃত্যু হয়েছে কুড্ডালোর জেলার ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণের ঘটনায়। ১৩ জন আহত হয়েছে এই বিস্ফোরণ-এর ঘটনায়৷
চেন্নাই থেকে ১৮০ কিলোমিটার দূরে কুড্ডালোর জেলায় অবস্থিত কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি আগে পরিচিত ছিল নেইভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেড নামেও৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাপবিদ্যুৎ কেন্দ্রের এক আধিকারিক বলেন, “বয়লারটিতে কাজ বন্ধ ছিল৷ আমরা ঘটনার তদন্ত আরম্ভ করেছি ৷” এই তাপবিদ্যুৎ কেন্দ্রে দুই মাসের মধ্যে এই নিয়ে দু’বার বিস্ফোরণের ঘটনা ঘটল৷
মে মাসেও আটজন কর্মী আহত হয়েছিলেন বয়লার বিস্ফোরণের ঘটনায়৷ এই সংস্থা ৩ ,৯৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে৷ ১৫ হাজার চুক্তিভিত্তিক কর্মী-সহ মোট ২৭ হাজার জন কর্মী কাজ করেন সংস্থায়৷