এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিক্ততা ভুলে ফুল-চিঠি পাঠালেন নাইসেড অধিকর্তার আরোগ্য কামনা করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল ও চিঠি পাঠালেন করোনা আক্রান্ত নাইসেড অধিকর্তা শান্তা দত্তর দ্রুত আরোগ্য কামনা করে। মঙ্গলবার বিকেলে এই শুভেচ্ছা এসে পৌঁছয় বেলেঘাটা আইডি হাসপাতালে। মুখ্যমন্ত্রী ও নাইসেড কর্তার মধ্যে একসময় তীব্র মতবিরোধ তৈরি হয়েছিল রাজ্যে করোনা টেস্টের সংখ্যা নিয়ে। শান্তা দত্ত অভিযোগ করেছিলেন নাইসেডে কম নমুনা পাঠানো হচ্ছে রাজ্যের তরফ থেকেই। যার ফলে রাজ্যের সদিচ্ছার অভাব সুস্পষ্ট হচ্ছে করোনা মোকাবিলার ক্ষেত্রে।

নাইসেড অধিকর্তার এ হেন মন্তব্যে খুবই বিরক্ত হয়েছিল রাজ্যের শাসক দল। তবে সেই পূর্ব তিক্ততা ভুলেই এবার এ রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় ফুল ও চিঠি পাঠালেন শান্তা দত্তের দ্রুত আরোগ্য কামনা করে।জানা গিয়েছে, শান্তাদেবীর করোনার একাধিক উপসর্গ ছিল বেশ কয়েকদিন ধরেই। তাই বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি না নিয়েই শনিবার পরীক্ষার জন্য পাঠানো হয় তাঁর নমুনা। রিপোর্ট হাতে আসার পরই তাঁকে তাঁকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডিতে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে শুধু শান্তা দত্তই নন, করোনা আক্রান্ত হয়েছেন নাইসেডের আরও এক অধিকর্তা । তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *