ভারত মালদ্বীপে বিসিজি ভ্যাকসিন পাঠাল নতুন বছরের উপহার হিসেবে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কূটনীতির চালে বন্ধুত্বের হাত বাড়াল ভারত। ভারত নতুন বছরের উপহার হিসেবে বিসিজি ভ্যাকসিন পাঠাল মালদ্বীপে। খবর মিলেছে ২৪০০ ভায়েল বিসিজি ভ্যাকসিন পাঠানো হয়েছে বলেও। বছরের শেষ দিনেই মালদ্বীপে এসে পৌঁছেছে ভারতের পাঠানো এই উপহার। এই বিসিজি ভ্যাকসিন প্রয়োজন যক্ষ্মার হাত থেকে শিশুদের রক্ষা করতে। মালদ্বীপে ন্যাশনাল ভ্যাকসিনেশন প্রকল্পে সাহায্য করতে ওই দেশের পাশে দাঁড়িয়েছে ভারত।
ইতিমধ্যেই ওই ভ্যাকসিন এসে পৌঁছেছে মালদ্বীপ হাই কমিশনের কাছে। মালদ্বীপ বিদেশমন্ত্রক তা গ্রহণও করেছে। প্রসঙ্গত গত ছয় বছর ধরেই ভারত চেষ্টা চালাচ্ছে এই দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে। সেই কাজে বেশ সফলও হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রভাব ক্রমশ বাড়াচ্ছিল চিন। ভারতের প্রতিবেশি দেশগুলির ওপর প্রভাব বাড়িয়ে এমনকি দীর্ঘদিন ধরেই ভারতকে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছিল। এবার ভারত এরই পাল্টা চাল দিল। অবশেষে নতুন কূটনৈতিক চালে শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে নয়াদিল্লি সম্পর্ক মজবুত করার প্রক্রিয়াও শুরু করে দেয়