ভুয়ো কল সেন্টারের ব্যাপক রমরমা শিলিগুড়িতে, মাস্টার মাইন্ডের খোঁজে নামল পুলিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : অ্যান্টি ভাইরাস এবং সফটওয়্যার দেওয়ার নাম করে চলছিল প্রতারণা।যৌথভাবে অভিযান চালিয়ে অবশেষে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করলো এসওজি, পানিট্যাঙ্কি ফাঁড়ি, শিলিগুড়ি থানা এবং সাইবার ক্রাইম টিম।ঘটনায় গ্রেফতার করা হয় ১০ জনকে । ধৃতদের নাম মহম্মদ আরশাদ, মহম্মদ অমন রাজা, মহম্মদ ওমর, ফিরোজ খান, আব্দুল তৌহিত, রোহিত গুপ্তা, রাজেশ সাউ, সৌম্য বিকাশ কুন্ডু, মেহতা আহমেদ আনসারি এবং অভিজিৎ দাস।

জানা গিয়েছে ধৃতরা সকলে কলকাতার বাসিন্দা বলে , সূত্রের খবর শিলিগুড়ি পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খুদিরামপল্লীর শিশির ভাদুরী সরণীতে একটি ভবনের তৃতীয় তলে ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভুয়ো কল সেন্টারের কারবার চলছিল।এই কল সেন্টারের আড়ালে ভিন রাজ্য সহ বিদেশে অ্যান্টি ভাইরাস এবং সফটওয়্যার দেওয়ার নাম করে মানুষকে প্রতারণা করা হচ্ছিল।এই খবর পেয়েই গভীর রাতে এসওজি, পানিট্যাঙ্কি ফাঁড়ি, শিলিগুড়ি থানা পুলিশ ও সাইবার ক্রাইম টিম যৌথভাবে অভিযান চালায়, এবং সন্দেহ ভজনদের আটক করে। পুলিশের সন্দেহ এর পিছনে আরো বড় হাত আছে বলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *