ভোট পরবর্তী হিংসা, রাজ্যকে কার্যত তুলোধোনা কলকাতা হাইকোর্টের
বেস্ট কলকাতা নিউজ : ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। রাজ্যে ভোটের পরেই বেশ কয়েকটি জায়গায় ভোট পরবর্তী অশান্তির ছবি উঠে আসে। আর এই ঘটনায় কড়া ভাষায় রাজ্য এবং পুলিশ প্রশাসনকে কটাক্ষ করল রাজ্যের উচ্চ আদালত। বিচারপতি কৌশিক চন্দের মন্তব্য, ” বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি ভোট পরবর্তী সন্ত্রাস চলছে এবং এটা বন্ধ করতে হবে।”
ভোটের ফলাফলের ঠিক পরে একাধিক অশান্তির অভিযোগ আসতে শুরু করে। নদীয়ার কালীগঞ্জে এক বিজেপি কর্মীর খুন ঘিরে আলোড়ন শুরু হয়। দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। এমনকি, আজ, মামলার শুনানির সময়ও, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের যমুনা এলাকায় বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুরের খবর আসে। গত কাল তাঁর বাড়ি ভাঙচুর করে আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর চায়ের দোকান ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ক্যানিংয়ে আর এক বিজেপি নেতার বাড়িতে ইটবৃষ্টির অভিযোগ শোনা যায়। হাওড়ার বাঁকড়ায় আবার সিপিএম বুথ এজেন্টের দোকান ভাঙচুর চালানো হয় বলেও খবর। শুধু শহরতলি নয়, কলকাতার নারকেলডাঙাতেও বোমাবাজির অভিযোগ ওঠে।