ভোট পরবর্তী হিংসা! রাজ্য সময় চাইল রিপোর্ট পড়তে , দিন নির্ধারণ করে দিল হাইকোর্টও
বেস্ট কলকাতা নিউজ : ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত টিম যে রিপোর্ট জমা দিয়েছে আদালতে, রাজ্য সরকার আরও কিছুটা সময় চাইল তা পড়ার জন্য। যদিও কলকাতা হাইকোর্ট বুধবারের শুনানিতে জানিয়ে দিয়েছে, রাজ্যকে রিপোর্ট পড়া শেষ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যেই। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ জানিয়েছে আগামী ২ অগস্ট ফের এই মামলার শুনানি হবে বলে ।মূলত মানিকতলায় তরুণ বিজেপি কর্মী অভিজিত্ সরকার খুন হয়েছিলেন ভোটের ফল ঘোষণার দিন। অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াইজেড দস্তুর এদিন তাঁর ডিএনএ টেস্টের রিপোর্ট আদালতে জমা দেন।
রাজ্যের এই আবেদনের বিরোধিতা করেন অভিজিতের পরিবারের আইনজীবী মহেশ জেঠমালানি। তিনি বলেন, ‘কেন অতিরিক্ত সময় চাইছে রাজ্য? প্রমাণ নষ্ট হয়ে যাবে সময় দিলে। পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এদিকে রাজ্যও তাদের উত্তর জানিয়ে দিয়েছে। তাহলে কেন সময় দেওয়া হবে?’ অন্যদিকে, মামলাকারী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, এই মামলায় প্রয়োজন রয়েছে ‘সিট’ গঠনের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ জানিয়ে দেয়, “রাজ্যকে ৩১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হবে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার জন্য”। দেওয়া হবে না এর থেকে বেশি সময়।’