রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাভনা, পূর্বাভাস হাওয়া অফিসের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে নির্ধারিত সময়ের আগেই৷ আলিপুর আবহাওয়া অফিস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টিতে আর তাপপ্রবাহে পরিণত হবে না বৈশাখী দিনের তাপমাত্রা। তবে দিনে বজায় থাকবে গরমের প্রবল অস্বস্তি। দিনের বেলা আকাশ মেঘলা থাকলেও রয়েই গিয়েছে গরমের হলকা ভাব । সূর্য ডোবার পরে রাতের তাপমাত্রা কমছে বিক্ষিপ্ত বৃষ্টিতে। কিন্তু মিলছে না প্রত্যাশিত স্বস্তি।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, “মৌসুমী বায়ু আন্দামান দ্বীপপুঞ্জ অতিক্রম করে অনেকটাই অগ্রসর হয়েছে বঙ্গোপসাগরের উপর । রাজস্থান থেকে অসম পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা যেটি গিয়েছে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে। এর ফলে আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জায়গায়। সেক্ষেত্রে ভারী বৃষ্টি হবে শুধু আলিপুরদুয়ার ও কোচবিহারে ।

“আগামী দু’দিন ঝড়-বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া-সহ উপকূলীয় জেলাগুলোতে । তাপপ্রবাহের এখন কোনও সম্ভাবনা নেই । প্রাক বর্ষার এই ঝড়-বৃষ্টি আপাতত চলবে বলেই হাওয়া অফিস জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *