মহিলা নিগৃহীত হল ছেলে ধরা সন্দেহে, পুলিশের গাড়ির পিছনে ধাওয়া করলো গ্রামবাসীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটকে রাখার অভিযোগ। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে মহিলাকে। কিন্তু তারপরই গ্রামবাসীদের ক্ষোভ উগড়ে পড়ে পুলিশের ওপর। পুলিশের গাড়ির পিছনে ধাওয়া করেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা বসিরহাটের দণ্ডীরহাট স্টেশনপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, ওই মহিলা বাড়ি থেকে বাচ্চা চুরি করতে এসেছিল। আর যদি তা না হয়, তাহলে কোনও অসৎ উদ্দেশ্যেই এসেছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা এলাকার এক বাড়িতে গেট খুলে ভেতরে ঢুকে যান ওই বাড়িতে একটি বাচ্চা রয়েছে। সামনের বাড়ির মহিলা দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির সদস্যরা গিয়ে মহিলাকে ধরে ফেলেন। এলাকার মানুষের আরো অভিযোগ, ওই মহিলাকে এর আগেও এলাকায় দেখা গিয়েছে। এলাকায় আরেক বাড়িতে এর আগেও দরজা খুলে ঢুকে পড়েছিলেন। কিন্তু সেই সময় কেউ তাকে ধরতে পারেনি। আজ একই ঘটনার পুনরাবৃত্তি করায় এলাকাবাসীরা তাঁকে ধরে ফেলেন। এরপর গ্রামবাসীরা তাকে আটকে রাখেন। বসিরহাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে। তাঁকে গাড়িতে তুলে নিয়ে গ্রাম থেকে বেরোনোর সময় উত্তেজিত গ্রামবাসী গাড়ির পিছনে তাড়া করেন। পুলিশ আপাতত ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *