মহুয়া মৈত্র ভুল তথ্য দিচ্ছেন ‘স্বজনপোষণ’ নিয়ে! টুইটে দাবি রাজ্যপালের, রাজ্যপালকে পাল্টা আক্রমণ মহুয়া মৈত্রেরও
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যপাল জগদীপ ধনখড় তো একরকম স্বজনপোষণ চালাচ্ছেন। এমনকি রাজ্যপাল অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করেন নিজের পরিবারের ৬ আত্মীয়কে। এই বিষয়ে একটি বিস্ফোরক টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এদিকে আবার রাজ্যপাল জগদীপ ধনখড় জানালেন মহুয়ার টুইট সম্পূর্ণ ভুল বলেই। রাজ্যপাল জগদীপ ধনখড়ও এ বিষয় টুইট করেন। টুইটে রাজ্যপাল জগদীপ ধনখড় লেখেন, ‘ওএসডি পদে ৬ আত্মীয়কে নিয়োগের প্রচার নিয়ে যে টুইট মহুয়া মৈত্র করেছেন তা সম্পূর্ণ ভাবে ভুল। ভুল তথ্যকে তুলে ধরা হচ্ছে। ওএসডি পদে নিয়োগ করা হয়েছে ৩টি রাজ্য থেকে চার ভিন্ন জাতের ব্যক্তিকে। আমার নিকট আত্মীয় নন এই ৬ জনের কেউই। এমনকি আমার রাজ্যেরও নন এই ৬ জনের কেউই। আমার নামে এসব মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলার উদ্বেগজনক পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই।রাজ্যের মানুষের জন্য আমি কাজ করে যাব সংবিধান মেনেই।টুইটে তিনি ট্যাগও করেন মমতা ব্যানার্জিকেও।’
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এদিন পাল্টা টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের জবাবের। টুইটে তিনি লেখেন, ‘আঙ্কলজির রাজভবনে যে ৬ জনকে ওএসডি নিয়োগ করা হয়েছে, এই ৬ জনের অতীত পরিচয় কী এখানে সেটা জানাতে অনুরোধ করছি। একই সঙ্গে অনুরোধ করছি সবাইকে এটাও জানান, কী ভাবে ওই ৬ জনকে নিয়োগ করা হল রাজভবনে। বিজেপির আইটি সেল আপনাকে বার করে আনতে পারবে না এই বিষয় থেকে। দেশের উপরাষ্ট্রপতির পদও মনে হয় আপনার জন্য অধরাই থেকে গেল ।’ প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা থেকে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্যপাল মুখ্যসচিবকে তলব করেছেন। এর মধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে রাজ্যপালের যে টুইট যুদ্ধ চলছে যা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।