মুখ্যমন্ত্রীর আশ্বাসেই পরম ভরসা , রিষড়ার এই স্কুলে যোগ দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সুপ্রিম কোর্টের রায়ের পর ছাত্রদের কথা ভেবে নিয়মিত স্কুলে আসছিলেন বেশ কয়েকজন শিক্ষক। সোমবার মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর সেই সংখ্যাটা আরও একটু বাড়ল। মঙ্গলবার স্কুলে ফিরলেন আরও আটজন চাকরিহারা শিক্ষক। গত শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল বাতিল বাতিল হয়ে যায়। চাকরি যায় প্রায় ২৬ হাজার শিক্ষকের।

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিক্ষকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, তিনি যতদিন বেঁচে আছেন, যোগ্য শিক্ষকদের চাকরি যাবে না। আইন মেনেই তিনি দু’মাসের মধ্যে ব্যবস্থা করবেন। ততদিন চাকরিহারা শিক্ষকদের ভলেন্টিয়ারি সার্ভিস দিতে অনুরোধ করেন মমতা। এরপরেই রিষড়া বিদ্যাপীঠ ইউনিট টু হিন্দি মাধ্যম স্কুলে চাকরিতে যোগ দেন বেশ কয়েকজন শিক্ষক।

এই বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা ১৯ জন। তাঁর মধ্যে আদালতের নির্দেশে অনিশ্চিত হয়েছেন ১২ জন শিক্ষক। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা প্রায় ২৫০০ জন। আদালতের রায়ের পর স্কুল চালাতে গিয়ে রীতিমত নাজেহাল হতে হয় স্কুল কর্তৃপক্ষকে। পড়ুয়াদের পঠন-পাঠন নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক রোশন কুমার মাল। মঙ্গলবার থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসেন। চাকরিহারা শিক্ষক সৌরভ কুমার বলেন, ‘মুখ্যমন্ত্রী নির্দেশের আগে থেকেই তিনি স্কুলে আসছিলেন। তাঁদের আবেদন বেতন যেন বন্ধ না হয়। তাঁরা যে সম্মানের চাকরি করতেন সেই সম্মানে পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *