মুখ্যমন্ত্রীর মরিয়া চেষ্টা চাকরিহারাদের মুখে হাসি ফোটাতে , অবশেষে এক বড় পদক্ষেপ রাজ্য সরকারের তরফে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে এসএসসি। আগেই চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার চাকরিহারাদের স্বার্থে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেবে পশ্চিমবঙ্গ সরকার। শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে, যত দিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে, তত দিন চাকরিহারাদের বেতন বন্ধ করা হবে না।
এদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের পাল্টা যুক্তি, পাঁচ হাজার চাকরিপ্রাপকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সে ক্ষেত্রে বাকি ২০ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী কেন চাকরি হারাবেন? কেন সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়া বাতিল করা হবে? এমন
প্রশ্ন তোলা হয়েছে রাজ্য সরকারের তরফে।