মুখ্যমন্ত্রী বুধবার মাথাভাঙার হাসপাতালে যেতে আগ্রহী শীতলকুচির আহতদের দেখতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নিষেধাজ্ঞা উঠতেই আগামী কাল, বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙা যাচ্ছেন শীতলকুচির ঘটনায় আহতদের দেখতে।ঘটনাক্রমে ১০ এপ্রিল চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে চারজন যুবক মারা যান কেন্দ্রীয় বাহিনীর গুলিতে, আরও তিনজন আহত হন এই ঘটনায়।

ওই দিনই শিলিগুড়ি পৌঁছে মমতা ঘোষণা করেন, তিনি শীতলকুচিতে গিয়ে নিহত পরিবারবর্গের সঙ্গে সাক্ষাত্‍ করবেন পরদিন সকালেই। কিন্তু রাতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে জানিয়ে দেয়, কোনও রাজনৈতিক দলের নেতারা কোচবিহারে যেতে পারবেন না আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত। এমন নির্দেশের কথা জানার পরেই ক্ষোভ প্রকাশ করে তিনি নেটমাধ্যমে জানিয়ে দেন, ৭২ ঘণ্টার মেয়াদ শেষ হলেই তিনি শীতলকুচির নিহতদের পরিবারবর্গ ও আহতদের সঙ্গে দেখা করতে যাবেন।

যদিও, রবিবারই তিনি নিহতদের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন ভারচুয়াল মাধ্যমে। সেখানেও তিনি বলেন, তিনি শীতলকুচি যাবেন নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতেই। সেখানে এখনও ভর্তি রয়েছেন ওই ঘটনায় আহত তিনজন। মূলত মুখ্যমন্ত্রী হাসপাতালে দেখা করবেন তাঁদের সঙ্গেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *