মেট্রো ছাড়ার সময় বদলে যাচ্ছে আজ থেকেই , বন্ধ হচ্ছে টোকেন, শেষ মেট্রো কখন? একবার দেখে নিন!
বেস্ট কলকাতা নিউজ : এ রাজ্যে ফের কোভিড বিধিনিষেধ জারি হচ্ছে আজ সোমবার ৩ জানুয়ারি থেকেই । রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সব লোকাল ট্রেন। এমনকি এই লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাবে সন্ধ্যা ৭ টার পর থেকে। এবার কলকাতা মেট্রোয় জারি থাকবে একই বিধিনিষেধ। মেট্রো রেলের দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগে রাত সাড়ে নটায় ছাড়ত মেট্রোর শেষ ট্রেন। এবার সেই সময়ের বদল হচ্ছে । এখন থেকে দমদম ও কবি সুভাষ থেকে রাত ৯টায় শেষ ট্রেন ছাড়বে। তবে অপরিবর্তিতই থাকছে ওই দুই স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ার সময়সূচির । রেলের ওই বিবৃতিতে আরোও জানানো হয়েছে, সোমবার থেকে রোজ ২৭৬টি ট্রেনের পরিবর্তে ২৭০টি ট্রেন চালানো হবে ।
সকালে প্রথম ট্রেন ৭টায় দমদম থেকে দক্ষিণেশ্বর। সকাল ৭টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। এই সময় অপরিবর্তিত থাকছে।রাতে শেষ ট্রেনের সময় রাত ৮টা ৪৮ মিনিট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। পরিবর্তন হয়েছে এই সময়ের। আগে ছিল রাত ৯টা ১৮ মিনিট। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯টায়। যা আগে ছিল রাত ৯টা ৩০ মিনিটে। পাশাপাশি আজ থেকে ফের বন্ধ হচ্ছে টোকেন পরিষেবাও। কেবলমাত্র যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন স্মার্টকার্ডের মাধ্যমেই। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর থেকে কলকাতা মেট্রোয় টোকেনের ব্যবহার শুরু হয় করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কাটিয়ে। এবার ফের তা বন্ধ হল।