মেট্রোর চাকা থমকালো সপ্তাহের প্রথম দিনই , এমনকি নাজেহাল অবস্থা প্রচণ্ড ভিড়ে
বেস্ট কলকাতা নিউজ : চরম মেট্রোর বিভ্রাট সপ্তাহের শুরুতেই । এ দিন দুপুরে মেট্রো চলাচল বন্ধ রইল প্রায় আধঘন্টা। এমনকি প্রাণান্তকর অবস্থা হয় নিত্য যাত্রীদেরও।সোমবার দুপুর প্রায় ১.১০ থেকে ১.৩৮ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল দমদম থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত । চারটি ট্রেন বাতিল হয়েছে এই সময়কালের মধ্যে। ফের ওই রুটে মেট্রো চলাচল শুরু হয় ১.৩৮ থেকে ।
এদিকে মেট্রো সূত্রে খবর, এ দিন দুপুরে মেট্রো চলাচাল বন্ধ ছিল ট্র্যাকে পাওয়ার না থাকার কারণেই।সপ্তাহের প্রথম দিন, এমনিতেই বেশি থাকে মেট্রোয় যাত্রী সংখ্যা। দুপুরে ভিড় আরও বাড়ে কবি সুভাষগামী ট্রেনে। এই অবস্থায় স্টেশনে দেদার ভিড় জমে যায় ট্র্যাকে পাওয়ার না থাকায় একের পর এক ট্রেন বাতিলের জেরে। এরপর ফের মেট্রোর চাকা গড়ানো শুরু হলে যাত্রীদের ভেতর হুড়োহুড়ি পড়ে যায়। এমনকি প্রচণ্ড ভিড় হয় ট্রেনগুলিতেও।