যমুনা নদীর জল বইছে বিপদসীমার ওপর দিয়ে , হাজার হাজার মানুষ বানভাসি হওয়ার চরম আশঙ্কায় রাজধানী দিল্লিতে
বেস্ট কলকাতা নিউজ : কয়েক সপ্তাহের মধ্যে G-20 শীর্ষ সম্মেলন। তার আগেই নাগারে বৃষ্টির কারণে বানভাসসি দিল্লির বিস্তৃর্ণ এলাকা। কয়েকদিনের প্রবল বৃষ্টির পর দিল্লির যমুনা নদী সোমবার সন্ধ্যায় বিপদসীমা অতিক্রম করেছে। বন্যার আশঙ্কায় দিল্লিতে হাজার হাজার মানুষকে নিচু এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাজার হাজার মানুষ বানভাসি হওয়ার চরম আশঙ্কায় রাজধানী দিল্লিতে। দিল্লির যমুনা নদীর স্তর আজ সর্বোচ্চ 208.46 মিটার অতিক্রম করেছে। যা বিপদ সীমা থেকে তিন মিটার উপরে। দিল্লিতে বন্যার আশঙ্কায় নিচু এলাকায় বসবাসকারী ১৬ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেন্দ্রীয় জল কমিশন দিল্লির এই পরিস্থিতিকে “চরম পরিস্থিতি” বলে অভিহিত করেছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল রাজধানীর পরিস্থিতি পর্যালচনায় একটি জরুরি বৈঠক করেন। এরপরই নিচু এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দিল্লির বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন অরবিন্দ কেজরিওয়াল। বন্যা পরিস্থিতি মোকাবিলায় এক সঙ্গে কাজ করার আবেদন জানিয়েছেন তিনি। তিনি এও বলেন, ‘রাজধানীতে বন্যা হলে তা বিশ্বের কাছে ভাল বার্তা পাঠাবে না’।