যাদবপুর কাণ্ডে অবশেষে রাজ্যের কাছে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ‘এই ঘটনা সহজেই এড়ানো যেত’। যাদবপুর কাণ্ডে রাজ্যের গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। ইন্দানুজ রায়েক অভিযোগের ভিত্তিতে FIR করার নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ১২ মার্চের মধ্যে রিপোর্ট তলব করলেন রাজ্যের কাছে।যাদবপুর কাণ্ডে জল গড়িয়েছে হাইকোর্টে। পুলিসের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যাদবপুরের পড়ুয়াদেরই একাংশ। যাদবপুর কাণ্ডে এখনও পর্যন্ত ৭ FIR দায়ের করেছে পুলিস। মামলাকারীদের অভিযোগ, সেই FIR-র সূত্র ঘরে প্রত্যেক পড়ুয়া মেসে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তাঁদের হেনস্থা করা হচ্ছে। অবশেষে মামলাটির শুনানি হয় কলকাতা হকোর্টে।

এদিকে শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘এই ঘটনা সহজেই এড়ানো যেত। পুলিসের গা ছাড়া মনোভাবের জন্য বিপত্তি’। তাঁর প্রশ্ন, ‘স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন? গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন’? আদালতের পর্যবেক্ষণ, ‘একপক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়েক করা হয়েছে। অপরপক্ষের বয়ান কোথায়’?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *