আমজনতার ক্রমশ নাভিশ্বাস উঠছে জ্বালানির মূল্য বৃদ্ধিতে , পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ১০ দিনে ৯ বার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আমজনতার ক্রমশ নাভিশ্বাস উঠছে জ্বালানির লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে। এই নিয়ে ১০ দিনে ৯ বার বাড়ল মূলত জ্বালানির (পেট্রল -ডিজেল) দাম। আজ, বৃহস্পতিবার সকালে প্রতি লিটারে ৮৩ পয়সা করে বাড়ল পেট্রোলের দাম। গত ১০ দিনে মোট দাম বেড়েছে ৬.৪০ টাকা। কলকাতায় আজ ৮৩ পয়সা বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম। এরফলে লিটার প্রতি পেট্রোলের নতুন দাম হয়েছে ১১১ টাকা ৩৫ পয়সা। এদিকে ডিজেলের দামও ৯৬ টাকা ২২ পয়সায় পৌঁছেছে ৮০ পয়সা বেড়ে।

এদিকে দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ১০১.৮১ টাকা এবং ডিজেলে ৯৩.০৭ টাকা। বাণিজ্য নগরী মুম্বইতে লিটার পিছু ৮৪ পয়সা বৃদ্ধির পরে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৬.৭২ টাকা এবং ১০০.৯৪ টাকা। মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইতেই পেট্রোল ও ডিজেলের দাম সব থেকে বেশি। চেন্নাইতে লিটার পিছু ৭৬ পয়সা এদিনের দাম বৃদ্ধির পরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ১০৭.৪৫ টাকা এবং ৯৭.৫২ টাকা।এর আগে বুধবার পেট্রোলের দাম লিটারপ্রতি ৮৪ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ পয়সা বেড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *