রাজারহাটে সেফ হোম চালু হল বিধায়কের উদ্যোগে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ৫০ শয্যা বিশিষ্ট সেফ হোমের উদ্বোধন হল রাজারহাটে ভিআইপি রোডের কৈখালিতে। এই সেফ হোম চালু করা হয় রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সীর উদ্যোগে এবং বিধাননগর পৌরনিগমের স্বাস্থ্য দফতরের বিশেষ সহযোগিতায়৷ গতকাল সন্ধ্যায় এই সেফ হোমের উদ্বোধন হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, বিধাননগর পৌর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দেবরাজ চক্রবর্তী সহ বহু বিশিষ্টজন।

এই বিষয় বিধায়ক অদিতি মুন্সী বলেন, “এখানে আপাতত আমাদের পথ চলাটা শুরু করেছি পঞ্চাশটা বেড নিয়ে। মহিলাদের জন্য ২০ টা বেড এবং পুরুষদের জন্য ৩০ টা বেড বরাদ্দ করা হয়েছে। আরও বেড বাড়ানোর চেষ্টা করব পরিস্থিতি বুঝে৷ যারা বাড়িতে হোম আইসোলেশন থাকার ব্যবস্থা করতে পারে না, সেটা তারা যেন করতে পারে এখানে এসে৷ সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে একথা ভেবেই৷ তিনজন ডাক্তার এবং আটজন নার্স থাকবে ২৪ ঘণ্টার জন্যই । থাকছে ১৫ জন ভলান্টিয়ারও। প্রাইমারি লেভেলে যা চিকিৎসা প্রয়োজন থাকছে তার সব ব্যবস্থাও৷ থাকছে অক্সিজেন সাপোর্টও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *