রাজ্যপাল বোসের এক মাসের বেতন দান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে
বেস্ট কলকাতা নিউজ : টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক জায়গা। তার উপর ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনার একাধিক জায়গায় জল ঢুকতে শুরু করেছে। এমন অবস্থায় সোমবারই নবান্নে জরুরি বৈঠক হয়েছে অতিবৃষ্টি ও ডিভিসির বিভিন্ন জলাধারগুলি থেকে জল ছাড়া নিয়ে। রাজ্যের সাত জেলার জেলশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক হয়েছে। ডিভিসি থেকে জল ছাড়ার কারণে এবং অতিবৃষ্টির কারণে বাংলার সাত জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। আর এরপরই রাজভবন সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, শুধু বাংলাতেই নয়, পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও বেশ কিছু জায়গায় অতি বৃষ্টি হয়েছে গত কয়েক দিনে। সেই বৃষ্টির প্রভাবও পড়েছে বাংলায়। ডিভিসি থেকে জল ছাড়তে শুরু করায় চিন্তা বাড়ছে ঘাটাল, চন্দ্রকোনা-সহ বিভিন্ন এলাকায়। এদিকে আবার রাত বাড়তেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণও বাড়ানো হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দুর্গাপুর ব্য়ারেজ থেকে ১ লাখ ৬ হাজার ৪০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। ডিভিসি যদি আবার নতুন করে জল ছাড়ে, তাহলে পুজোর আগে জলে ভাসতে পারে বাংলার বেশ কিছু এলাকা, আশঙ্কা প্রশাসনের। এমন অবস্থায় এবার রাজ্য প্রশাসনের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের এক মাসের বেতন দান করলেন রাজ্যপাল বোস, তেমনই খবর রাজভবন সূত্রে।