রাজ্যের ৩০ আসনে ১৫.৭২ শতাংশ ভোট পড়লো সকাল ১০ টা পর্যন্ত, নন্দীগ্রামে পড়লো ১৭.২০ শতাংশ ভোট
বেস্ট কলকাতা নিউজ : বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত অশান্তি দেখা দিয়েছে রাজ্যের ৪ জেলায় ভোটগ্রহণ পর্ব শুরু হতেই। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট ১৫.৭২ শতাংশ ভোট পড়েছে ওই জেলাগুলির ৩০টি আসনে। বৃহস্পতিবার ভোট হচ্ছে মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভোটগ্রহণ পক্রিয়া শুরু হয়েছে সকাল ৭টা থেকেই। নির্বাচন কমিশন জানিয়েছে, পূর্ব মেদিনীপুরে ১৬.৯১, পশ্চিম মেদিনীপুর ১৭.৩৩, বাঁকুড়া ১৬.০৫ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮.৬৯ শতাংশ ভোট পড়েছে সকাল ১০টা পর্যন্ত।
দ্বিতীয় দফায় নন্দীগ্রাম রয়েছে রাজনৈাতিক মহলের কেন্দ্রে। নন্দীগ্রাম দখলে দ্বৈরথ চলছে মূলত তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি নেতা তথা মমতার প্রাক্তন সহযোগী শুভেন্দু অধিকারীর মধ্যে। তবে উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ওই আসনে ভোটগ্রহণ শুরু হওয়ার ঘণ্টা দু’য়েকের মধ্যে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে। এ ছাড়া, কেশপুর, ডেবরা, সবং এবং দাসপুরের মতো জায়গাতেও বিক্ষিপ্ত অশান্তি দেখা গিয়েছে ।
পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ালেও বৃহস্পতিবার ওই জেলার বিভিন্ন বুথে চোখে পড়েছে ভোটের লাইনের ভিড়। কমিশনের হিসাব অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোট পড়েছে ১৭.২০ শতাংশ সকাল ১০টা পর্যন্ত। এ ছাড়া, চণ্ডীপুরে ১৮.৪৫ শতাংশ, হলদিয়ায় ১৬.২৫ শতাংশ, মহিষাদলে ১৭.৬৫ শতাংশ, ময়নায় ১৯.৪৬ শতাংশ, নন্দকুমারে ১৪.৫০, পাশকুঁড়া পশ্চিমে ১৪, পাশকুঁড়া পূর্বে ১৬.৯২ এবং তমলুকে ১৮ শতাংশ ভোট পড়েছে ওই সময়ের মধ্যে ।