ফের এক নতুন নাম উঠে এলো নিয়োগ দুর্নীতির তদন্তে , পর্ষদের আরও এক কর্মী ইডি-র বিশেষ নজরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তদন্তে নেমেছেন নিয়োগ দুর্নীতির জট ছাড়াতে। এমনকি একের পর এক হেভিওয়েটও গ্রেফতার হয়েছেন ইতিমধ্যেই। তাঁদেরকে ক্রমাগত জিজ্ঞাসাবাদও চলছে। এবার দুর্নীতিকাণ্ডে উঠে এল আরও এক নতুন নাম অর্ণব বসু । ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা হানা দেন প্রাথমিক শিক্ষা বোর্ডের আধিকারিক অর্ণব বসুর দু’টি আবাসনে। দু’টি শাখায় ভাগ হয়ে গোয়েন্দারা ওই দুই আবাসনে তল্লাশি চালায় বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে চলতি সপ্তাহে অর্ণব বসুকে তলব করা হতে পারে বলেও।

এর আগে ইডি আধিকারিকরা তল্লাশি চালান সল্টলেকের অয়ন শীলের বাড়িতে।সেখান থেকে আধিকারিকরা ওএমআর শিট থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পান। এরপর ফের একবার গোয়েন্দা সংস্থার নজরে সল্টলেকে অবস্থিত অর্ণব বসুর দু’টি ফ্ল্যাট। ইডি সূত্রে খবর, গোয়েন্দা আধিকারিকরা বুধবার প্রায় পাঁচ ঘণ্টা এসি ৩৯/২ এবং এসি ৪০/৪ আবাসন দু’টিতে তল্লাশি চালান। জানা গিয়েছে সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলেও । সেই নথিগুলি খতিয়ে দেখছেন গোয়েন্দা আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্য, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা। এদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর পর অর্ণব বসুর নাম সামনে আসেন। সূত্রের খবর, অর্ণব প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস বিভাগে চাকরি করেন। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখার পর তাঁকে তদন্তে ডাকা হতে পারে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *