গয়েশপুরে ভ্যাকসিনের দীর্ঘ লাইন করোনা স্বাস্থ্যবিধি শিকেয় তুলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনা স্বাস্থ্যবিধি শিকেয় উঠলো ভ্যাকসিন নেওয়ার দীর্ঘ লাইনে৷ এমন চিত্রই সামনে এল নদিয়ার গয়েশপুর এলাকায়। ভ্যাকসিন লাগবে করোনা থেকে বাঁচতে ৷ তার সঙ্গে মানতে হবে আবার করোনা স্বাস্থ্যবিধিও৷ তবেই করোনা ভাইরাস থেকে নিস্তার মিলবে৷কিন্তু কোথায় সেই সচেতনতা? ভ্যাকসিন নেওয়ার লম্বা লাইনে করোনা স্বাস্থ্যবিধি একরকম শিকেয় উঠেছে৷ সংক্রমিত হওয়ার জোগাড় ভ্যাকসিন নিতে গিয়েও৷

এপ্রসঙ্গে পুর প্রশাসক মরন কুমার দে বলেন, “আমরা আগেই ঘোষণা করে দিয়েছি যাঁদের ফোনে মেসেজ আসবে, ভ্যাকসিন নিতে তাঁরাই আসবে৷ আজ ভ্যাকসিনের কোনও তারিখ নেই ৷ মানুষ তবুও ভিড় জমিয়েছে ৷…সকলের একটা ধারণা পৌরসভাতে গেলেই বুঝি ভ্যাকসিনটা দিয়ে দেবে ৷ কিন্তু আমরা ভ্যাকসিনটা পাব, তারপর তো দেব ৷”অন্যদিকে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, “সামনে ভিড় ৷ এখানে করোনাবিধি মানা হচ্ছে না ৷ শাসনব্যবস্থা ঢিলা ৷ আমি এসেছি সেই সকাল আটটা ৷ “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *