রাজ্য সরকার কলকাতায় আবাসন গড়ছে পরিযায়ী শ্রমিকদের জন্য
বেস্ট কলকাতা নিউজ : ভিন রাজ্য থেকে প্রচুর শ্রমিক কলকাতায় আসেন কাজের জন্য। শ্রমিকরা শহরে আসেন এমনকি এরাজ্যেরও বিভিন্ন জেলা থেকে। কিন্তু অনেকেই ফুটপাতে আশ্রয় নেন কলকাতায় এসে মাথা গোঁজার মতো জায়গা না পেয়ে। রাজ্যের আবাসন দফতর এবার উদ্যোগী হল তাঁদের সেই দুর্দশাই দূর করতে। এবার আবাসন দফতর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক আবাসন তৈরি করবে। ইতিমধ্যেই জমি খোঁজা শুরু হয়ে গিয়েছে সেই উদ্দেশে। সদ্য দায়িত্বপ্রাপ্ত আবাসন মন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার জমি চেয়ে অনুরোধ করেছে রেল মন্ত্রক এবং বন্দর কর্তৃপক্ষের কাছেও ।
আবাসন দফতরের দায়িত্ব নিয়ে ফিরহাদ হাকিম জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকদের এনে তাঁদের থাকার জন্য ফুটপাথে ঝুপড়ি তৈরি করে ঠিকাদার সংস্থাগুলি। কিন্তু এবার আবাসন দফতর স্থায়ী শ্রমিক আবাসন তৈরি করতে চায় এই শ্রমিকদের জন্য। এই আবাসনগুলি ভাড়া দেওয়া হবে ঠিকাদারি সংস্থাগুলিকেই। তাঁরাই ওই আবাসনগুলিতে রাখবে নিজেদের অধীনে থাকা শ্রমিকদের। কাজ শেষ হলে আবাসনগুলি মন্ত্রকের অধীনে তুলে দেবে। এক্ষেত্রে ভাড়া দিতে হবে ঠিকাদারি সংস্থাকেই। মন্ত্রী আরও জানিয়েছেন,ওই ঠিকাদারি সংস্থাই ব্যবস্থাও করবে শ্রমিকদের আবাসন থেকে কাজের জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে। মনে করা হচ্ছে, এতে যেমন মিটবে ভিন জেলা ও রাজ্য থেকে আসা শ্রমিকদের থাকার সমস্যা, তেমনই নিয়ন্ত্রণে আনা যাবে কলকাতা শহরে যত্রতত্র ঝুপড়ি বানিয়ে থাকার মতো ঘটনাকেও।