রাজ্য সরকার বিশেষ তৎপর পুজোর আগে করোনার ঢেউ আটকাতে , নয়া নির্দেশিকা জারি হাসপাতালে!
বেস্ট কলকাতা নিউজ : চিকিৎসক মহল চরম শঙ্কিত বাংলায় করোনার লং-জাম্প দেখে। তবে কী বাংলা পুজোর আগেই আরও একটা করোনা ঢেউয়ের অপেক্ষায়? এই প্রশ্নটা’ই বারে বারেই উঁকি দিচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে গত কয়েকদিন ধরেই। রীতিমত ভয় ধরাচ্ছে বাংলায় নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা । এদিকে কোভিড কেস বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্য স্বাস্থ্য দফতর রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে এবং হাসপাতালগুলিকে পরামর্শ দিয়েছে কঠোর ভাবে কোভিড বিধি মেনে চলার।এদিকে রাজ্য সরকারও বেশ নড়েচড়ে বসেছে কলকাতা মেডিকেল কলেজের বেশ কয়েকজন জন পড়ুয়া করোনা আক্রান্ত হতেই।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর করোনা আক্রান্ত হয়েছেন কলকাতা মেডিকেল কলেজের হোস্টেলের চার পড়ুয়া তাদের সকলকেই ইতিমধ্যে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। আরও বেশ কয়েকজন পড়ুয়ার covid লক্ষণ থাকায় তাদের হোস্টেলে আইসলেশনে রাখা হয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য কোভিড মহামারীর প্রথম ও দ্বিতীয় ঢেউ কালে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল বিপুল সংখ্যক ডাক্তার নার্স এবং স্বাস্থ্য কর্মী সংক্রমিত হতেই। তাই রাজ্য সরকারের তরফে আগে ভাগেই কঠোর ভাবে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সকল হাসপাতালগুলিতে।