রাজ্য সরকার মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরির পরিকল্পনা নিল ডায়মন্ড হারবারে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সরকার এ রাজ্যের অন্যতম বড় মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি করতে চলেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতালের আওতায়। নেওয়া হয়েছে ৬০০ শয্যার হাব তৈরির পরিকল্পনা। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ মনে করছে এর ফলে শিশু ও প্রসূতি মায়ের চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলেই৷ অন্য কোথাও যেতে হবে না চিকিৎসার জন্য৷ সময় ও অর্থ দুইই বাঁচবে৷
এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল রমাপ্রসাদ রায় বলেন, “মাস ছয়েক আগে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ একটি প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে । সম্প্রতি, বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসার পরই রাজ্য সরকারের নির্দেশে দফতর থেকে ইঙ্গিত মিলেছে এই প্রকল্পের ছাড়পত্র দেওয়ার। পুজোর পর শুরু হতে পারে মাদার অ্যান্ড চাইল্ড হাবের পরিকাঠামো তৈরির কাজ।”
জানা গিয়েছে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরেই ফাঁকা জমিতে নতুন এগারো তলা ভবন গড়ে তোলা হবে বলেই। সেখানে পরিকল্পনা নেওয়া হয়েছে মা ও শিশুদের চিকিৎসার জন্য সমস্ত রকম অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম রাখারও। প্রকল্পের জন্য বরাদ্দ করা হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। সবমিলিয়ে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা ।
এ প্রসঙ্গে রোগীর আত্মীয়রা বলেন, “ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে মাদার ও চাইল্ড হাব হলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষেরা সবচেয়ে বেশি উপকৃত হবে। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে হয় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য৷ এই হাব তৈরি হলে সেই সমস্যা আর থাকবে না৷