রাত হলেই দেখা পাওয়া যায় না ডাক্তারদের , চরম সমস্যায় শিলিগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া রোগীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : রাত হলেই ভ্যানিশ ডাক্তারবাবু। এই অবস্থা রোজ চলছে। তাই সমস্যায় শিলিগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া রোগীরা। রাত্রি আটটা বাজলেই একেবারেই শুন্য হয়ে যায় মেডিক্যাল কলেজের গোটা এলাকা। পাওয়া যে একেবারেই যায় না সেটা নয়, কিন্তুু সেটা একেবারেই নামেমাত্র উপায়ে। ডাক্তার‍দের ফোন করলে পাওয়া যায় না, ফোন করলে সুইচ অফ অথবা আউট অফ রিচ এই শুনতে পারা যায়। রোগীদের আত্মীয় যারা বাড়িতে ফিরে যাবেন তারাও নটার পরে থাকতে চান না।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এই দশা অনেকদিন ধরেই, সেই অবস্থা এতদিনেও শেষ হল না। ডাক্তারদের জিঞ্জাসা করলে জানা গেছে রাত আটটার পরে রোগী দেখা হয়ে যায়। তারপর আর থেকে কি করব। আমাদেরও তো শরীর আছে, আমাদের শরীর খারাপ হয়ে গেলে রোগীদেরও তো সময় খারাপ হবে এবং তাদের সমস্যা তৈরী হবে। তাই চলে যাই। কিন্তুু দরকার হলে একজনও ডাক্তার পাওয়া যাবে না? ডাক্তারবাবুর উত্তর সেটা কতৃপক্ষ স্থির করবে।একেকজন ডাক্তারবাবুকে একেকদিন দায়িত্ব দিক আমরা সবাই রাজী। কিন্তুু রোজ রোজ রাতে থাকা আমাদের পক্ষে এককথায় অসম্ভব। আমাদেরও তো সংসার আছে পরিবারের লোকজন আছে। এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কতৃপক্ষকে জিঞ্জাসা করলে তারা জানিয়েছেন অভিযোগ শুনেছি, দেখছি কি করা যায়। তবে কতদিন? ততদিন রোগীরা ভুগবেন? জানেন না কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *