রাম মন্দিরের নির্মাণের জন্য পাথর আসছে লঙ্কায় সীতার বন্দিস্থল থেকে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে তৈরি হচ্ছে রাম মন্দির। অযোধ্যা জুড়ে ইতিমধ্যেই আরম্ভ হয়েছে সাজো সাজো রব। এবার রাম মন্দিরের জন্য অনুদান সংগ্রহ করা হচ্ছে একাধিক প্রস্তাব, প্রস্তাবনা পালা পেরিয়ে। আরও জানা গিয়েছে রাম মন্দিরের জন্য পাথর নিয়ে আসা হচ্ছে লংকায় রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর, যেখানে বন্দি করে রেখেছিল সেই সীতা এলিয়া থেকে।
রাম মন্দির ট্রাস্টকে এই পাথর উপহার দেবেন ভারতে শ্রীলংকার রাষ্ট্রদূত মিলিন্দা মোরাগোদা। সীতা এলিয়া এমন একটি মন্দির, কথিত রয়েছে যেখানে রাক্ষসরাজ রাবণ অপহরণ করেন ও এখানেই বন্দি করে রাখেন সীতাকে। এই মন্দিরেই সীতা ভগবান রামকে ডাকতেন নিজের মুক্তির জন্য।
এই স্থানকে অত্যন্ত পবিত্র বলেই সবাই মানেন। উল্লেখ্য, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই জানিয়ে ছিলেন, মন্দির নির্মাণ হয়ে যাবে আগামী ৩ বছরের মধ্যেই। তবে মন্দিরের সামনের জমিতে কী হবে তা এখনও স্থির হয়নি বলে চম্পত রাই জানিয়ে ছিলেন।