রাষ্ট্রসংঘের কাছে স্বাধীন বালোচিস্তানের দাবীতে কলকাতায় আয়োজিত হল অখিলভারত হিন্দুমহাসভার এক ঐতিহাসিক পথসভা
বেস্ট কলকাতা নিউজ : ভারতীয় বীর জওয়ানদের দ্বারা পাকিস্তানে জঙ্গীঘাটি ধ্বংস করার অব্যবহিত পরেই বালোচিস্তান যখন নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল ও ভারত সরকারের কাছে সাহায্য প্রার্থনা করল, ঠিক তখনই ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দুমহাসভা সার্বিক ভাবে বালোচিস্তানের পাশে এসে দাঁড়ালো । এদিন রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দুমহাসভার প্রায় পঞ্চাশজন সদস্য কলকাতার টালিগঞ্জে উত্তমকুমার মেট্রো স্টেশনের সামনে স্বাধীন বালোচিস্তানের পক্ষে এবং পাকিস্তানের নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ঐতিহাসিক পথসভা আয়োজন করল ।
ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য “মুখে পাকিস্তান মুসলিম সৌভাতৃত্বের কথা বললেও বহুযুগ ধরে ওরা মুসলিম অধ্যুষিত দেশ বলোচিস্তানের উপর নৃশংস অত্যাচার করে চলেছে । তাদের নারীদের সম্ভম নষ্ট করছে । বেঈমান পাকিস্তানের মাথায় রাখা উচিত ওদের দেশের অর্থনীতির নব্বই শতাংশ বালোচিস্তানের উপর নির্ভরশীল । আমরা ইতিমধ্যেই ইউনাইটেড নেশনস, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বালোচিস্তানের নেতা মীর ইয়াসির বালোচের সাথে মেইল করে যোগাযোগ করেছি । আমরা আমাদের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের বালোচ ভাইদের পাশে আছি । হিন্দু মহাসভার নেতা ডক্টর সুরথ চক্রবর্তী বললেন বালোচিস্তানকে স্বাধীন করতে পারলেই পাকিস্তানী সন্ত্রাসবাদীদের সামরিক ও অর্থনৈতিক ভাবে দমন করা যাবে কারণ আজ পাকিস্তান পুরো দেশটাই সন্ত্রাসবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ।

এদিকে মহাসভার আরেক নেতা পন্ডিত সুভাষ সিংহরায়ের বক্তব্য হিন্দুস্থানী ক্লাসিক্যাল মিউজিক যুগ যুগ ধরে ভারতীয় ভূখণ্ড ও আমাদের এক সময়ের অঙ্গরাজ্য বালোচিস্তানের সাথে আত্মার সম্পর্ক স্থাপন করেছে । মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরী এও বলেন অপারেশন সিঁদুর বহুযুগ ধরে ভারতের সেনা জওয়ানদের বীরত্বের ঐতিহাসিক মাইল ফলক হিসেবে মর্যাদা পাবে। মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল বললেন ভারতের একান্ন সতীপিঠের বিখ্যাত একটি সতীপিঠ মরুতীর্থ হিংলাজ বালোচিস্তানে অবস্থিত তাই আমরা সনাতনীরা অবশ্যই ধর্মীয় আবেগের দিক দিয়ে বহুযুগ থেকেই বালোচিস্তানের সাথে বিশেষ ভাবে সম্পর্কযুক্ত ।
আবার হিন্দুমহাসভার রাজ্য কমিটির সদস্যদের মধ্যে মনোজ চ্যাটার্জী, সীমা দত্ত এবং কাজল হালদারের বক্তব্য এদিন উপস্থিত পথচলতি মানুষকে বিশেষ ভাবে অনুপ্রাণিত করলো । এছাড়াও বিক্ষোভ সমাবেশে বিশেষ ভূমিকা পালন করলেন শুভাশীষ ভঞ্জ, রঞ্জন প্রামাণিক, সঞ্জয় সিংহ, সুমন হালদার, মৌমিতা নাগ, অনুরূপ মন্ডল, জিতেন গোস্বামী, মণিমালা রায় প্রমুখ নেতৃত্ব । অনুষ্ঠান শেষে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী স্বাধীন বালোচিস্তানের পতাকা উত্তোলন করলেন এবং সেই সময় বলোচিস্তানের জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন মহাসভার সাংস্কৃতিক মঞ্চের সদস্য সোমা দে, লিপা পাল, দেবাংশু দত্ত এবং দেবাশ্রিতা দত্ত সহ আরো অনেকে । হিন্দুমহাসভার পক্ষ থেকে রাষ্ট্রসংঘ তথা ইউনাইটেড নেশনস এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সুদূর বালোচিস্তানবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে স্বাধীন বালোচিস্তান রাষ্ট্রের স্বীকৃতির দাবীতে এক ঐতিহাসিক পথসভার সাক্ষী থাকলো শহর কলকাতা ।