রাহুল গান্ধী যোগ দিচ্ছেন কৃষক আন্দোলনে , আপাতত বাতিল হতে চলেছে ভারত ন্যায় যাত্রা
বেস্ট কলকাতা নিউজ : ইন্ডিয়া জোট ক্রমে ভেঙে পড়ছে। ভারত জোড়ো যাত্রার জেরে, দেশ-ব্যাপী কংগ্রেসকে নিয়ে নতুন করে যে আগ্রহ তৈরি হয়েছিল, তাও অস্তমিত। ন্যায় যাত্রা করছেন বটে, কিন্তু তাতেও বিশেষ সাড়া মিলছে না। বরং, যাত্রা করতে গিয়ে বাংলার মতো রাজ্যে ইন্ডিয়া জোটের ফাটল স্পষ্ট হয়ে উঠছে। এই অবস্থায় কৃষক আন্দোলনকে হাতিয়ার করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এদিকে সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানে যোগ দিতে চলেছেন কংগ্রেস সাংসদ। এর জন্য বাতিল করতে হচ্ছে ঝাড়খণ্ডে ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি। ন্যায় যাত্রা ছেড়ে জরুরি ভিত্তিতে দিল্লি ছুটে আসছেন রাহুল গান্ধী। দিল্লিতে কৃষক আন্দোলন চলছে। সেই আন্দোলনে যোগ দেবেন তিনি। এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও কৃষক নেতার কথা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। রাহুল গান্ধী কৃষক আন্দোলনে যোগ দিলে, আন্দোলন যে রাজনৈতিক রং নেবে, তা বলাই বাহুল্য।