রেললাইনে বসে মোবাইল-এ গেম খেলার জের, ট্রেনের ধাক্কায় ঠাকুরনগরে মৃত্যু ২ যুবকের
বেস্ট কলকাতা নিউজ : ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হল রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলার সময়। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগর মেলার মাঠ লাগোয়া রেললাইনে। জানা গেছে মৃত দুই যুবকের নাম অতনু বিশ্বাস ও শুভ বিশ্বাস।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে , সন্ধের পর রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিল ওই তিন যুবক। সেই সময় রেল লাইনে আচমকাই ঢুকে পড়ে আপ বনগাঁ লোকাল।কোনোকিছু বুঝে ওঠার আগেই তিন যুবকই ছিটকে পড়ে ট্রেনের প্রবল ধাক্কায়। ঘটনাস্থানেই মৃত্যু হয় অতনু বিশ্বাস ও শুভ বিশ্বাস নামক দুই যুবকের। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। তিন জনেরই বাড়ি ঠাকুরনগর এলাকায়। স্থানীয় বাসিন্দা সুদীপ মণ্ডল বলেন,”ওই তিন যুবক রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিলেন সন্ধের পর।এমনকি হেডফোনও ছিল তাদের কানে। তখন আচমকাই ট্রেন ঢুকে পড়ে লাইনে । দু’জন সরতে পারেনি ।”