রেল ৮৮ কোটি টাকা আদায় করবে CAA-র প্রতিবাদের নামে তাণ্ডবকারীদের কাছ থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ভাঙচুরের ঘটনা ঘটে পশ্চিমবঙ্গ, অসম, উত্তরপ্রদেশের মতো রাজ্যে ৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তাণ্ডবকারীদের মধ্যে ২১ জনকে গ্রেপ্তারও করে চিহ্নিত করে। অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ৮৭.৯৯ কোটি টাকা আদায় করা হবে বলে জানিয়েছে রেল পুলিশ৷ CAA বিরোধী আন্দোলনের নামে ভাঙচুরের ঘটনায় GRP-র পক্ষ থেকে নথিভুক্ত হয় ২৭ টি মামলা । এদিকে রেলের সম্পত্তি নষ্টের জন্য RPF- আরও ৫৪ টি মামলা নথিভুক্ত করে। RPF-র এক আধিকারিক একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানান, “এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ২১ জন । কয়েকজনকে গ্রেপ্তার করা হয় ঘটনাস্থান থেকে। আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয় ফুটেজ দেখে। এমনকি বাড়তে পারে গ্রেপ্তারির সংখ্যাও। বেশিরভাগই গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *