কলকাতা পোর্ট ট্রাস্টের নামকরণ রাজা রামমোহন রায়ের নামে করার দাবিতে পড়ুয়াদের মিছিল নামল কলকাতায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বুধবার কলকাতার একাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজের পড়ুয়ারা মিছিল করল কলকাতা পোর্ট ট্রাস্টের নামকরণ রাজা রামমোহন রায়ের নামে করার দাবিতে । পর্যন্ত তারা এই মিছিল করে বিবাদি বাগ থেকে কলকাতা পোর্ট ট্রাস্ট পর্যন্ত।এদিন একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয় পোর্ট ট্রাস্টের আধিকারিকদের হাতে । কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার পোর্ট ট্রাস্টের নামকরণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার কথা ঘোষণা করেছিলেন । 12 জানুয়ারি নরেন্দ্র মোদি কলকাতা পোর্ট ট্রাস্টের 150 বছর পূর্তি উপলক্ষ্যে এসেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেই ঘোষণা করেন, কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন নাম হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট । এরপরই বিরোধীরা সরব হয় এর বিরুদ্ধে। ছাত্র পরিষদের কলকাতা জেলা শাখা সোমবার দুপুরে বিক্ষোভ দেখায় কলকাতা পোর্ট ট্রাস্টের সামনে।

একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবার পথে নামলেন প্রধানমন্ত্রীর এই ঘোষণার বিরুদ্ধে । তাতে অংশ গ্রহণ করে প্রেসিডেন্সি, যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজের পড়ুয়ারা । মিছিল শেষে পড়ুয়াদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল যায় কলকাতা পোর্ট ট্রাস্টে । তারা স্মারকলিপি জমা দেয় আধিকারিকের কাছেও।বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সায়ন চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী কলকাতা বন্দরের নামকরণ করার কথা ঘোষণা করেছেন”শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালির কোনও মুখপাত্র নয় । ভারতের স্বাধীনতা সংগ্রামে   তিনি দাঁড়িয়েছিলেন ব্রিটিশদের পক্ষেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *