লোকসভা নির্বাচনের মুখে প্রচুর পরিমাণ অর্থের খোঁজ পেল আয়কর বিভাগ
বেস্ট কলকাতা নিউজ : লোক সভা নির্বাচনের মুখে প্রচুর পরিমাণ অর্থের খোঁজ পেল আয়কর বিভাগ। এটিকে বর্ণনা করা হয়েছেএকটি চক্র হিসেবেও । সবমিলিয়ে খোঁজে পাওয়া গিয়েছে প্রায় ২৮১ কোটি টাকার । যা পাওয়া গিয়েছে সমাজের বিভিন্ন অংশের মানুষজনদের কাছ থেকে। যার মধ্যে রয়েছে ব্যবসা, রাজনীতি এবং জনসেবার সঙ্গে যুক্ত লোকেরা ।
বিপুল পরিমাণ টাকার একটি অংশ, প্রায় ২০ কোটি টাকা পাঠানো হচ্ছিল দিল্লিতে একটি রাজনৈতিক দলের অফিসে। যা হাওয়ালার মারফত রাজনৈতিকদলের সদর দফতরে পাঠানো হচ্ছিল নয়াদিল্লির তুঘলক রোডের এক সিনিয়র নেতার বাড়ি থেকে। এ কথা জানানো হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর পক্ষ থেকে। যদিও রাজনৈতিক দল এবং তাদের সিনিয়র নেতা সম্পর্কে কোনও তথ্য পেশ করা হয়নি।আয়কর দপ্তর সূত্রের খবর অনুযায়ী, তল্লাশি চালানো হয় দিল্লিতে নির্দিষ্ট কয়েকজনের বাড়ি-অফিসে। থেকে ২৩০ কোটির খোঁজ পাওয়া গেছে সেখানকার ক্যাশবুক থেকে । ভুয়ো বিলের মাধ্যমে ২৪২ কোটি টাকা সরানোরও প্রমাণ পেয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা।