শহরের বেসরকারি হাসপাতালগুলির খরচে লাগাম টানতে বড় সিদ্ধান্ত নবান্নের
আকাশ ছোঁয়া খরচ শহর এবং শহরতলির বেসরকারি হাসপাতালগুলিতে! সেখানে চিকিৎসা করাতে গেলে মাঝে মধ্যেই ঘটি বাটি বিক্রি হয়ে যায় আম আদমির। যা নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের। আর সেই আঁচ পেয়েই এবার বেসরকারি হাসপাতালগুলির খরচেও লাগাম পরাতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ফ্রি। বেশ কিছু ক্ষেত্রে যদিও বেঁধে দেওয়া হয়েছে দামও। যাতে উপকৃত হন সাধারণ মানুষ। এই অবস্থায় এবার বেসরকারি হাসপাতালগুলিকে নিয়েও বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালগুলির রমরমা বন্ধে ইতিমধ্যে একটি একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। যেখানে একাধিক বিশিষ্ট চিকিৎসককে রাখা হয়েছে। রয়েছেন আরও ছয়জন প্রশাসক। বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলির বেডের ভাড়ার ক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ নেই। যেমন খুশি মানুষকে চার্জ করা হয়। এছাড়াও বিভিন্ন পরীক্ষা করার ক্ষেত্রেও দামের একাধিক ফারাক। ওপিডি, আইপিডি সহ বিভিন্ন খরচের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলি যে যেভাবে পারে বিল করে। আর তা দিতে হিমশিম অবস্থা হয়। আর তা যাতে না হয় সেদিকে তাকিয়ে এই কমিটি এই সমস্ত জিনিসের দাম বেঁধে দেবে। ফলে এর থেকে বেশি কেউ আর নিতে পারবে না।