শহরে প্রতারণার ফাঁদ বুস্টার ডোজ নিয়ে, বিশেষ সতর্কবার্তা কলকাতা পুলিশের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার প্রতারণার ফাঁদ করোনা ভাইরাসের বুস্টার ডোজ নিয়েও। এমনকি প্রতারকদের হাত থেকে কোনো নিস্তার নেই করোনা কালেও। বুস্টার ডোজ নিয়ে শহরে ফের সক্রিয় এক প্রতারণা চক্র। এদিকে প্রতারণার ফাঁদে না পরার জন্য কলকাতা পুলিশের জয়েন্ট সিপি(ক্রাইম) মুরলীধর শর্মাও বিশেষ সতর্কবার্তা দিলেন শাহরবাসীকেও ।

টুইট করে তিনি লিখেছেন, ” প্রতারকরা নতুন পন্থা বের করেছে মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য। প্রতারকরা ফোন করতে পারে বা মেসেজ পাঠাতে পারে কোভিড১৯ এর বুস্টার ডোজ নিতে চান কি না জানতে চেয়ে। যদি “হ্যাঁ” বলেন, তাহলে তারা একটা লিঙ্ক পাঠাবে। তারপর সেই লিঙ্কে ক্লিক করতে বলবে। পরে জানতে চাইবে ওটিপি। সাবধান হোন এটি একটি ষড়যন্ত্র আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার। লিঙ্কটি ডাউনলোড করবেন না এই ধরনের কোনও কল বা টেক্সট মেসেজ পেলে। এমনকি ওটিপিও শেয়ার করবেন না।” বুস্টার ডোজের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মূলত দেশ জুড়ে করোনা ভাইরাসের উপদ্রব বৃদ্ধি পাওয়ায়। এমনকি নতুন করে ভীতির সঞ্চার হয়েছে মানুষের মধ্যেও। আর একদল প্রতারক প্রতারণার ফাঁদ পেতেছে এই পরিস্থিতিকেই কাজে লাগিয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *