আজ প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছে করোনার সংক্রমণ ঠেকাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে গোটা দেশজুড়ে। একই সঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্ট দেশে ভয়ঙ্কর আকার নিচ্ছে। আর এই অবস্থায় জরুরি বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার তিনি বৈঠকে বসছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। এনআইএ’তে প্রকাশিত খবর অনুযায়ী, করোনা পরিস্থিতিতে এই বৈঠক শুরু হবে বিকেল সাড়ে চারটে থেকে। এই বৈঠক হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। দেশে যখন করোনা পরিস্থিতি ক্রমশ বাড়তে শুরু করেছে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে।

আরো জানা গেছে এই পরিস্থিতিতে আলোচনা হতে পারে একাধিক বিষয়ে নিয়ে। বিশেষ করে পর্যালোচনা হতে পারে রাজ্যগুলির কি পরিস্থিতি তা নিয়েও। এছাড়াও এই মুহূর্তে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে গোটা দেশজুড়ে। অগ্রাধিকার অনুযায়ী এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ডাক্তার , স্বাস্থ্যকর্মী থেকে ফ্রন্টলাইন ওয়ার্কসদের। এছাড়াও ৬০ বছর বয়স হয়ে গিয়েছে তা দেওয়া হচ্ছে এমন মানুষকেও। এই অবস্থায় রাজ্যগুলি কীভাবে কাজ করছে সেই সংক্রান্ত আলোচনা হতে পারে। এছাড়াও ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। আলোচনাও হতে পারে সে বিষয়েও। মনে করা হচ্ছে এমনটাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *