শহরে বাম বুদ্ধিজীবীদের মিছিল আনিস খানের মৃত্যুর সুবিচার চেয়ে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে নাগরিক সমাজ সামিল হল আনিস খান খুনের প্রতিবাদে। গতকাল বাম বুদ্ধিজীবী-সহ কয়েক হাজার মানুষের বিক্ষোভ মিছিল দেখা গেলো শহর কলকাতার রাজপথে ৷আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানকে খুন করা হয়েছে বলেই তাদের অভিযোগ ৷ এদিকে অভিযুক্তরা এখনও অধরা ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও । যত সময় যাচ্ছে সিপিএম, কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তত সুর চড়াচ্ছে । এদিকে নবান্নে সিট গঠন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি হাওড়া গ্রামীণ পুলিশের শীর্ষ আধিকারিকরা এদিন আনিসের বাড়ি গিয়ে দেখা করেন তাঁর পরিবারের লোকজনের সঙ্গেও । অন্যদিকে রাজ্যের মন্ত্রী পুলক রায় তাঁর বাড়ির সামনে বিক্ষোভের মুখে পড়েন।
এদিকে সোমবার কলকাতা ফের আরও একটি প্রতিবাদ মিছিল দেখল ছাত্র-যুবদের বিক্ষোভের পর। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রচুর মানুষকে বামপন্থী বুদ্ধিজীবীদের মিছিলে হাঁটতে দেখা গেল দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে। যতক্ষণ না অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে, উপযুক্ত তদন্ত হচ্ছে, এদিনের মিছিলে হাঁটা মানুষজন ততদিন পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে।মিছিলের সামনের সারিতে ছিলেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, অভিনেতা বাদশা মৈত্র, সব্যসাচী ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন । এই মিছিল ধর্মতলা মোড় থেকে শুরু হয় সিআর অ্যাভিনিউ ধরে শেষ হয় মহাজাতি সদনের সামনে এসে। মিছিলে অনেকের হাতেই প্ল্যাকার্ড ছিল খুনের প্রতিবাদ জানিয়ে । অনেকের হাতেই ব্যানার ছিল অভিযুক্তদের শাস্তির দাবি করে । এই মিছিল স্লোগান মুখর ছিল এমনকি শুরু থেকে শেষ পর্যন্ত।