আপাতত জেলেই থাকতে হবে শাহরুখের ছেলেকে, ফের খারিজ জামিনের আবেদন
বেস্ট কলকাতা নিউজ : এই নিয়ে তিনবার। মাদক মামলায় সোমবার ফের খারিজ হয়ে গেল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন। আগামী বুধবার আদালতে আবার তাঁর জামিনের আবেদনের শুনানি হবে। আদালত এমনিতেই এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে শুক্রবার পর্যন্ত। তার মধ্যেই জামিনের আবেদনের পরপর শুনানি হচ্ছে এবং তা খারিজ হচ্ছে। এদিন আদালত তৃতীয়বার আরিয়ানের জামিনের আবেদন খারিজ করল। আপাতত মুম্বইয়ের আর্থার জেলেই থাকতে হবে ২৩ বছর বয়সী আরিয়ানকে। এদিনও আরিয়ানের আইনজীবী আদালতে যুক্তি দেন, এনসিবি অফিসাররা কোনও মাদক পাননি তাঁর মক্কেলের কাছ থেকে। তাই তাঁকে জামিন দেওয়া হোক।
পাল্টা আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবির আইনজীবী এও বলেন, মাদক দেওয়ানেওয়ার বিস্ফোরক তথ্য উঠে এসেছে অভিযুক্তের হোয়াটসঅ্যাপ চ্যাট-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের কথোপকথনেও। তাঁর কাছ থেকে কোনও মাদক না পাওয়া গেলেও গোটা কাণ্ডে যে আরিয়ান অন্যতম হোতা তা স্পষ্ট। তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মাদক সেবন চলছিল মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে। সেখান থেকেই সম্প্রতি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র হাতে গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান, মুম্বইয়ের মডেল মুনমুন ধামেচা এবং আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট। আর তার পরেই সেই দিকেই রয়েছে সারা দেশের নজর। এই কাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৯ জন গ্রেফতারও হয়েছেন। এমনকি বাজেয়াপ্ত হয়েছে মোট ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ-র পিল, ৫ গ্রাম এমডি।