শিক্ষকদের শর্তসাপেক্ষে অবস্থান বিক্ষোভের অনুমতি কলকাতা হাইকোর্টের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :রাজ্য সরকার একাধিক দাবীতে বিকাশ ভবনের সামনে পার্শ্ব শিক্ষক ও স্নাতক শিক্ষকদের শর্তসাপেক্ষে অবস্থান-বিক্ষোভের অনুমতি দিল। তবে সেক্ষেত্রে তাঁদের এই অবস্থান-বিক্ষোভের কর্মসূচি করতে হবে বিকাশ ভবন থেকে ১০০ মিটার দূরে। পাশাপাশি, করোনা পরিস্থিতিতে তাদের এই কর্মসূচি চালাতে হবে কোভিড প্রোটোকল মেনেই। তাদের কর্মসূচির কারণে কোনভাবে যাতে যানজট না হয় এবং আইন-শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে নজর রাখতে হবে এমনকি সেই বিষয়ও । এছাড়াও খেয়াল রাখতে হবে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয় তাদের কর্মসূচির কারণে। গত বৃহস্পতিবার এই শর্তে কলকাতা হাইকোর্ট কর্মসূচি চালানোর অনুমতি দিয়েছে পার্শ্বশিক্ষক ও স্নাতক শিক্ষকরদের আনা অবস্থান-বিক্ষোভ এর অনুমতি সংক্রান্ত মামলায়।

মামলাকারীর আইনজীবীরা আরও জানান, পার্শ্বশিক্ষকদের সংগঠন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বেতন কাঠামো সহ ১০ দফা দাবিতে অবস্থান বিক্ষোভে জন্য আবেদন জানিয়েছিলেন কমিশনের কাছে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে কমিশনের পক্ষ থেকে তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে, স্নাতক শিক্ষকদের সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন আবেদন জানিয়েছিল সমকাজে সমবেতনের দাবিতে আন্দোলন করতে চেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *