শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ অবিলম্বে স্কুলের পঠন-পাঠন চালু করার দাবিতে
বেস্ট কলকাতা নিউজ : আজ কলেজ স্কোয়ারে “মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA)” কোলকাতা জেলার উদ্যোগে অবস্থান বিক্ষোভ সংগঠিত করে পরিবর্তিত আবহাওয়া বিবেচনা করে অবিলম্বে স্কুলের পঠনপাঠন চালু করার দাবিতে। মুখ্যমন্ত্রীর অবিবেচনা প্রসূত গ্রীষ্মের ছুটি ঘোষণার প্রতিবাদে আজ (১২/০৫/২০২২) “মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি(STEA)”র কলকাতা জেলা কমিটি অবস্থান বিক্ষোভ সংগঠিত করে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে।পরিবর্তিত আবহাওয়া বিবেচনা করে অবিলম্বে স্কুলের পঠনপাঠন চালু করার দাবিতে এই অবস্থান বিক্ষোভে যোগদান করে সারা জেলা থেকে শতাধিক শিক্ষক-শিক্ষিকা, গ্রন্থাগারিক ও শিক্ষাকর্মী।
এদিনের সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ, প্রাক্তণ সাধারণ সম্পাদক বিশ্বজিত মিত্র ও শুভঙ্কর ব্যানার্জী, আনন্দ বসু, অরুণ চ্যাটার্জী, তপন দাস, শম্ভু মান্না, উৎপল মণ্ডল, তপন সামন্ত, সুব্রত বাগচি, প্রদীপ সিনহা, স্বপন ভৌমিক, সম্পা সরকার, অনিমেষ হালদার, অজয় মণ্ডল (জেলা এবং সভার সভাপতি) সহ সমিতির বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ।