শিক্ষক করোনায় আক্রান্ত হলেন কলকাতার এক বেসরকারি স্কুলে
বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু হয়েছে এই রাজ্যে৷ আর স্কুল খুলতেই শিক্ষক-শিক্ষিকারা করোনা আক্রান্ত হতে শুরু করেছেন৷ তেমনই এবার করোনা আক্রান্ত হলেন কলকাতার এক নামী বেসরকারি স্কুলের এক শিক্ষক৷ সম্প্রতি করোনার রিপোর্ট পজ়িটিভ আসে ওই শিক্ষকের। স্কুল কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তা জানতে পারার সঙ্গে সঙ্গেই। সূত্রের খবর, সংশ্লিষ্ট স্কুলটি বন্ধ থাকবে আগামী ২৯ মার্চ পর্যন্ত।
জানা গেছে, পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ক্লাস করাতেন বেসরকারি ওই স্কুলের করোনা আক্রান্ত শিক্ষক৷ সম্প্রতি তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার সঙ্গে সঙ্গে তা জানান স্কুল কর্তৃপক্ষকে। তারপরেই কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার কথা জানিয়ে দেয় স্কুলের ছাত্র-ছাত্রী, অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের মেসেজ় পাঠিয়ে। বলা হয়েছে, আগামী ৩০ মার্চ স্কুল খুলবে এবং স্কুল বিল্ডিং জীবাণুমুক্ত করার কাজ করা হবে স্কুল বন্ধ থাকাকালীন। এমনকি করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার পর্যন্ত স্কুলে আসা সকল ছাত্র-ছাত্রী, কর্মচারী ও শিক্ষককেও।