শিক্ষা সচিব মণীশ জৈন সিবিআইয়ের মুখোমুখি হলেন নিজাম প্যালেসে এসে
বেস্ট কলকাতা নিউজ : এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শিক্ষা দফতরের প্রধান সচিবক মণীশ জৈনকে তলব করল এসএসসি দুর্নীতি মামলায়।সিবিআই মূলত এই মামলার তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে তলব করা হল সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতেই । আর সিবিআইয়ের তলব পেয়ে রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন এদিন দুপুরে নিজাম প্যালেসে এসে হাজিরও হলেন।
এদিকে সূত্রের খবর, মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করা হবে মূলত এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে। এমনকি প্রশ্ন উঠেছিল শিক্ষক নিয়োগে এই উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়েও। ইতিমধ্যেই সিবিআই জেরা করেছে উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান এবং অন্যান্য সদস্যদেরও । এবার ডেকে পাঠানো হল রাজ্যের শিক্ষা সচিবকেও। এর আগে জেরা করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিংকে। এবার জেরা করা হচ্ছে মণীশ জৈনকে।