শিলিগুড়িতে দুই নম্বর বোরো অফিস উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়িতে দুই নম্বর বোরো অফিস উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এদিন সকালে তিনি বোরো অফিস উদ্বোধন করেন শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ মঠের সামনে। তিনি এদিন জানান এবার থেকে সমস্ত কাজ এখানেই হবে, মুখ্য কার্যালয়ও এখানেই থাকবে। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ি পৌরসভার অন্যান্যএম এম আই সি এবং কাউন্সিলাররাও। নবনির্মিত ভবন দেখতে উপস্থিত ছিলেন সাধারণ মানুষও । ঝা চকচকে এই বিল্ডিং তৈরি হয়েছে একেবারে দেখবার মতনও।
