হরিদেবপুরে বিদ্যুৎ নেই রাত থেকেই , বিক্ষোভে পথে নামলো তীব্র গরমে নাকাল এলাকাবাসী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সাধারণ মানুষের প্রাণ একরকম ওষ্ঠাগত তীব্র গরমে । তার মধ্যে হরিদেবপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চলে টানা লোডশেডিং সোমবার রাত থেকে । চরম ভোগান্তির মুখে এলাকার স্থানীয় বাসিন্দারা। প্রচন্ড গরমে রাতেই কেউ কেউ ঘরের বাইরে বেরিয়ে এসেছেন ভোরের আলো ফোটার আগেই। রাস্তায়, গাছের নিচে সকাল থেকে ছোট-বড় সকলের ভিড়। এলাকা বাসীর অভিযোগ, বৈদ্যুতিক গোলযোগ হয়েছে স্থানীয় একটি ট্রান্সফরমারে। আর তাতেই বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়েছে এলাকা জুড়ে। এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার তাঁরা CESC-কে খবর দিলেও কোনও ব্যবস্থা নেয়নি তারা । এরই প্রতিবাদে এলাকার কিছু লোকজন মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় হরিদেবপুর পোস্ট অফিসের সামনে রাস্তা অবরোধ করেন। যদিও পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয় সাধারণ বাসিন্দাদের বুঝিয়ে।

পরে জেনারেটর দিয়ে ঘরে ঘরে বিকল্প ব্যবস্থা করা হয় সিইএসসির পক্ষ থেকে। কিন্তু সেটাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেন বাসিন্দাদের একাংশ । তাদের আশঙ্কা মঙ্গলবারও হয়তো এলাকায় বিদ্যুৎ আসবে না। ঘরে বয়স্করা রয়েছেন, এমনকি রয়েছে শিশুরাও । রোগীও রয়েছেন অনেকে। এভাবে টানা বিদ্যুৎ না থাকায় গরমে তৈরি হয়েছে প্রাণ ওষ্ঠাগত হওয়ার পরিস্থিতি। যদিও এ নিয়ে সিইএসসির তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *