শিলিগুড়িতে লিথিয়াম ব্যাটারির আবিষ্কর্তা ২ যুবক গড়ে তুলেছেন পূর্ব ও উত্তর–পূর্ব ভারতের একমাত্র লিথিয়াম ব্যাটারির কারখানা
শিলিগুড়ি : লিথিয়াম–আয়ন ব্যাটারি তৈরির স্টার্টআপ সংস্থা। শিলিগুড়িতে ইতিমধ্যেই পূর্ব ও উত্তর–পূর্ব ভারতের একমাত্র লিথিয়াম–আয়ন ব্যাটারি অ্যাসেম্বলিং কারখানা গড়েছেন দুই তরুণ সৌভিক দাশগুপ্ত ও দেবেন্দ্র আনন্দ ঢোলে। তাঁদের সংস্থায় ‘লিওনার্জি’–র অ্যাসেম্বল করা লিথিয়াম–আয়ন ব্যাটারি বিক্রি হচ্ছে শিলিগুড়ি থেকে গুয়াহাটি, পাটনাতেও।জানা গেছে মাত্র সাত মাসে ১০ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে সংস্থাটি। সৌভিকের কথায়, ‘এটা কিছুই নয়। একটু সরকারি সহায়তা পেলে আগামী এক বছরে আমরা ৫০ কোটি টাকার ব্যবসা করতে পারব।’ দেবেন্দ্র ইঞ্জিনিয়ার। কিন্তু কারও অধীনে চাকরি করবেন না বলে ব্যবসা করেন। মুম্বইয়ে নিজের শেয়ার ব্রোকিংয়ের ব্যবসা আছে। সৌভিকের প্রথম জীবনে সেলসের কাজের অভিজ্ঞতা রয়েছে। এখন সে বিল্ডার।
দেবেন্দ্র ব্যাটারি অ্যাসেম্বলিং কারখানার কাজের তদারকি করেন। সৌভিক দেখেন মার্কেটিং এর দিকটা। দুজনেই জানিয়েছেন এত তাড়াতাড়ি তারা সফল হবেন তারা নিজেরাও ভাবতে পারেননি, তারা এও চান মানুষ আগ্রহ করে তাদের কাছে আসুক। পশ্চিমবাংলায় কর্মসংস্থান একটা বিশাল সমস্যা, শুধু পশ্চিমবাংলায় নয় গোটা ভারতের কর্মসংস্থান একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তারা চান তরুণ প্রজন্ম এগিয়ে আসুক, অর্থ উপার্জন করুক এবং স্বাবলম্বী হোক তাদের তৈরি করা এই প্রজেক্ট এর মাধ্যমে। তবেই আমরা জানবো আমরা দুজনে সফল হতে পারলাম।